পেশোয়ারঃ পাকিস্তানের পেশোয়ারে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণে নিহত ৫ জন হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ২৯ জন।
বুধবার সকালে শহরের উত্তর-পশ্চিমাংশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ভবনের সামনে এই আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরিত হয়। দেশটির সংবাদ মাধ্যমগুলো এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে প্রচার করছে।
পেশোয়ারের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী খান বলেন, বুধবার সকালে আত্মঘাতী বোমা হামলাকারী গাড়িটি পুলিশের অপরাধ তদন্ত সংস্থার অফিসের দিকে যাচ্ছিল। তবে এর পাশেই ছিলো পাকিস্তানি সেনা ক্যাম্প। ঠিক তখনই গাড়িটি বিস্ফোরিত হয়।
যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হয় লাদেন হত্যার প্রতিশোধ নিতে কয়েকদিন আগে দেয়া নতুন আল কায়েদা প্রধানের হুমকির নমুনা হিসেবেই এ হামলা।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মে ২৫, ২০১১