ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লির সিনেমা হলে অগ্নিকাণ্ড

হল মালিক ২ ভাইকে ৬০ কোটি রুপি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
হল মালিক ২ ভাইকে ৬০ কোটি রুপি জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের দিল্লির আলোচিত উপহার সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সিমেলা হলের মালিক কর্তৃপক্ষকে ৬০ কোটি রুপি জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ভারতের সুপ্রিম কোর্ট কারাদণ্ডের বদলে হল মালিক দুই ভাই সুশীল আনসাল ও গোপাল আনসালকে এ জরিমানা করেন।

খবর-এনডিটিভির।

‍আগামী তিন মাসের মধ্যে তাদের এ জরিমানার অর্থ পরিশোধ করতে আদেশ দেওয়া হয়েছে।

১৯৯৭ সালের ভয়াবহ ওই আগুনের ঘট্নায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়। আহত হয় শতাধিক। ওইদিন হলে বর্ডার সিনেমা প্রদর্শিত হচ্ছিল।

আগুন লাগার পর ধোঁয়ায় ও পায়ের চাপায় পিষ্ট হয়ে বেশিরভাগ লোকের মৃত্যু হয়। পরে আটক হন সুশীল ও গোপাল আনসাল।

গত বছর ও‌ই মামলায় আনসাল ভাইদের দোষী সাব্যস্ত করেন আদালত।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।