ইয়েমেন: ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাসের কুটনৈতিক মহল এবং তাদের পরিবারবর্গকে দ্রুত সে দেশ ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিজ দেশের মানুষদের ইয়েমেনে প্রবেশ না করার জন্যও সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইয়েমেনে গত সোমবার হতে শুরু হওয়া আদিবাসী যোদ্ধাদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত মারা গেছে ৪৪ জন মানুষ।
কোনো ক্রমেই ইয়েমেন ছেড়ে যাবো না বলে আবারও জানালেন দেশটির প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ্ সালেহ। এবং সঙ্গে সঙ্গে তিনি এই ক্রান্তিকাল উত্তরণে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবও নাকচ করেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেন চরম নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। দিনে দিনে সেখানকার সন্ত্রাসী বাহিনী শক্তিশালী হয়ে উঠছে। এরই মধ্যে সন্ত্রাসীরা দেশটির অনেকগুলো মূল শহরের দখল নিয়ে নিয়েছে। এ অবস্থায় এখানে থাকা ঝুঁকিপূর্ণ বলে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণলয়।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ২৬, ২০১১