ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেনাবাহিনীকে যুদ্ধপ্রস্তুতির নির্দেশ কিম জং-উনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
সেনাবাহিনীকে যুদ্ধপ্রস্তুতির নির্দেশ কিম জং-উনের ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উন তার সেনাবাহিনীকে যুদ্ধপ্রস্তুতির নির্দেশ দিয়েছেন। দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।



এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সীমান্তে দুই কোরিয়ার মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদসংস্থা ইয়োনহাপ এক খবরে জানায়, সীমান্তে পিয়ংইয়ং সেনারা সিউল সেনাদের পশ্চিমাঞ্চলীয় ইউনিট লক্ষ্য করে প্রথমে শেল ছোঁড়ে।

১৯৫৩ সালে তিন বছরব্যাপী কোরিয়া যুদ্ধের অবসান হয় এক যুদ্ধবিরতির মাধ্যমে। সেসময় কোনো শান্তিচুক্তি সম্পদিত না হওয়ায় কোরীয় উপদ্বীপ এখনও যুদ্ধাবস্থায় রয়ে গেছে বলে বিশেষজ্ঞদের মত।

উত্তর কোরিয়ার সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সেনা কমিশনের এক বৈঠক শেষে যুদ্ধপ্রস্তুতির নির্দেশ জারি করা হয়। এ কমিশনের সভাপতি দেশটির শাসক কিম জং-উন।

বৈঠকে কিম তার সেনাবাহিনীকে শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় সময় বিকাল ৫টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ২টা) ‘যুদ্ধকালীন অবস্থা’য় প্রবেশের নির্দেশ দেন।

এসময় তিনি বলেন, অতর্কিত হামলার জন্য সেনাবাহিনীকে সার্বিক প্রস্তুত সম্পন্ন করতে হবে এই সময়ের মধ্যেই।

এর আগে গত ১৪ আগস্ট সীমান্তে পিয়ংইয়ং বিরোধী প্রচারণা বন্ধ করা না হলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলকে ‘আগুনের সাগরে’ পরিণত করার হুমকি দেয় উত্তর কোরিয়ার সেনাবাহিনী।

সম্প্রতি দুই কোরিয়ার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণের ঘটনায় দুই দক্ষিণ কোরীয় সেনা নিহত হয়। এ ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করে সীমান্তে তাদের বিরুদ্ধে লাউডস্পিকারে ‘প্রচারণা’ শুরু করে সিউল।

সেসময় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ দেশটির সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জানায়, দক্ষিণ কোরিয়ার সেনারা সীমান্তে ‘ব্যাপক উস্কানি’ দিচ্ছে। যদি তাৎক্ষণিকভাবে এই প্রচারণা বন্ধ করা না হয়, তাহলে সামরিক অভিযান চালানো হবে।

এরই প্রেক্ষিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার সিউলকে লাউডস্পিকারে প্রচারণা বন্ধ করতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়। শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় এ সময়সীমা শেষ হবে।

তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ‘ডেডলাইন’ প্রত্যাখ্যান করে জানিয়েছে, সীমান্তে প্রচারণা চলতে থাকবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আরএইচ

** সীমান্তে শেল হামলা চালিয়েছে উ. কোরিয়া
** সিউলকে ‘আগুনের সাগরে’ পরিণত করার হুমকি উ. কোরিয়ার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।