ঢাকা: ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) কর্মী সন্দেহে ১০ জনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
দেশটির জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেছেন, দেশের বিভিন্ন স্থানে হামলার ষড়যন্ত্র ও মালয়েশিয়া থেকে আইএস’র হয়ে কর্মী সংগ্রহের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে আট জন পুরুষ ও দু’জন নারী। এদের বয়স ২৪ থেকে ৪২ বছরের মধ্যে। এদের মধ্যে একজন কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক, একজন সাবেক ইন্টেরিয়র ডিজাইনার ও দু’জন সরকারি চাকরিজীবী। বাকি ছয়জন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য। বুধবার (১৯ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আরএইচ