ঢাকা: ঝড়বৃষ্টিতে প্লেন ওঠা-নামা বন্ধ রাখার পেছনে অন্যতম কারণ বজ্রপাত এড়ানো। তবে এবার রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থায়ও রেহাই পায়নি একটি যাত্রীবাহী প্লেন।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) বৃষ্টির মধ্যে ১১৭ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের অপেক্ষায় ছিল ডেল্টা এয়ারলাইন্সের প্লেন বোয়িং-৭৩৭-৯০০আর। ঠিক এ সময় বজ্রপাত হয় প্লেনটির উপর।
ঘটনাচক্রে জ্যাক পার্কিন্স নামে এক ব্যক্তি এ বজ্রপাতের ভিডিও ধারণ করেন। গত বুধবার (১৯ আগস্ট) তিনি ভিডিওটি ইউটিউবে পোস্ট করেন। ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে ১৮ সেকেন্ডের মাথায় প্লেনটিতে বজ্রপাত হতে দেখা যায়।
ডেল্টা এয়ার লাইন্সের মুখপাত্র মর্গান ডুরান্ট ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, লাসভেগাসগামী ডেল্টা ফ্লাইট-৬৭ বজ্রপাতের শিকার হয়েছে। তবে আরোহীদের কারোর কোনো ক্ষতি হয়নি।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আরএইচ