ঢাকা: দিল্লির খুচরা বাজারে পেঁয়াজের দাম এখন প্রতি কেজি ৮০ রুপি। গত দুই তিন সপ্তাহ ধরেই ভারতে বেড়ে চলেছে পেঁয়াজের দাম।
তবে সরবরাহ স্বাভাবিক থাকলেও মূলত অসাধু স্টকিস্টদের জন্যই এই মূল্যবৃদ্ধি বলে দাবি করছেন বাজার বিশ্লেষকরা। তাদের দাবি, শুক্রবার দিল্লির পাইকারি বাজারে পেঁয়াজ এসেছে ১ হাজার ৩শ’ টন। গত বছরের একই সময় দিল্লিতে পেঁয়াজ এসেছিলো ৯শ’ টন। অথচ দাম ছিলো বর্তমানের অর্ধেক।
তাই বিশ্লেষকদের ধারণা এই মূল্যবৃদ্ধি কৃত্রিম। সরকারের পেঁয়াজ আমদানি শুরুর আগেই সর্বোচ্চ মুনাফা লুটতে চাচ্ছেন স্টকিস্টরা।
এক সরকারি কর্তা জানান, প্রথম দফায় নেয়া উদ্যোগ নিলেও সরকার শেষ পর্যন্ত আর ৫ হাজার টন পেঁয়াজ আমদানি করছে না, এ খবর ছড়িয়ে পড়ার পরপরই পেঁয়াজের দাম বাড়াতে শুরু করেছে স্টকিস্টরা।
জানা গেছে, এখন আমদানি না করলেও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পেঁয়াজ আমদানিতে যাবে ভারত সরকার।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আরআই