ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাই শেয়ারবাজার

একদিনে ৭ লাখ কোটি রুপি হাওয়া বিনিয়োগকারীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
একদিনে ৭ লাখ কোটি রুপি হাওয়া বিনিয়োগকারীদের

ঢাকা: ভারতের শেয়ার বাজারে ইতিহাসের সবচেয়ে বড় ধস দেখা দিয়েছে। একদিনে বিনিয়োগকারীদের লোকসান দিতে হলো সাত লাখ কোটি রুপি।



সোমবার (২৪ আগস্ট) এ বিপর্যয় দেখা দেয় বিএসই সেনসেক্স-এ। এদিন এ বাজারে সূচকের পতন ঘটে ১,৬২৫ পয়েন্ট। দিনের শেষে ২৫, ৭৪২ পয়েন্টে দাঁড়িয়েছে মূল্যসূচক। নিফটিতেও ৪৯১ পয়েন্টের পতন ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, তেল ও গ্যাস, ব্যাংক শেয়ার, অটোমোবাইল, ধাতব শিল্প, পণ্য ও আইটিসহ প্রায় সবগুলো সেক্টরের শেয়ারে সূচকের পতন দেখা গেছে সোমবার।

সূচকের এ পতনে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, সরকার ও কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি পর্যবক্ষেণ করছে। আশা করা হচ্ছে, এ অস্থায়ী মন্দা কেটে যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।