ঢাকা: নেপালে প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে সহিংসতায় ৭ পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে এ সহিংসতার ঘটনা ঘটে বলে কাঠমান্ডু পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট হেমন্ত বাহাদুর পালের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে চলতি মাসের প্রথম দিকে একমত হয় নেপালের রাজনৈতিক দলগুলো। এই সংবিধান অনুযায়ী, অভ্যন্তরীণ সীমানা চিহ্ন পুনঃনির্ধারণ করা হবে। ফলে নেপাল হবে ছয় প্রদেশের একটি যুক্তরাষ্ট্র।
তবে কয়েকজন জনপ্রতিনিধি ও তাদের সমর্থকরা বলছেন, প্রস্তাবিত এই সীমানা নির্ধারণ দেশের ঐতিহ্যকে হুমকির মুখে ঠেলে দেবে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আরএইচ