ওয়াশিংটন: মার্কিন নেভি সিল কর্তৃক বিন লাদেনকে হত্যার আগে যে বাড়িতে লাদেন থাকতেন সেই বাড়িটি পরীক্ষা করে দেখার অনুমতি পেল সিআইএ। সিআইএ আঙ্গুলের ছাপ এবং অন্যান্য সূত্র খুজে দেখবে বলে জানায় পাকিস্তানী কর্মকর্তারা।
সিআইএ ডেপুটি ডিরেক্টর মিচেল মরেলের সাথে আইএসআই প্রধান জেনারেল আহমেদ সুজা কায়ানির মধ্যকার বৈঠকের পরই এমন প্রস্তাবে রাজি হয় পাকিস্তান। এবং এই সহযোগিতা যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মধ্যকার সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে আশাবাদ ব্যাক্ত করেন এক পাকিস্তানি কর্মকর্তা।
তবে কবে নাগাদ সিআইএ বিন লাদেনের বাসস্থল পরিদর্শনে আসবেন তা এখনও পরিস্কার নয়।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ২৭, ২০১১