ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে গৃহযুদ্ধের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মে ২৭, ২০১১
ইয়েমেনে গৃহযুদ্ধের আশঙ্কা

ইয়েমেন: বিশ্বনেতৃবৃন্দ এবং বিরোধী পক্ষের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। যার কারণে দেশটিতে চতুর্থ দিনের মতো রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

এবং আশঙ্কা করা হচ্ছে এই সংঘর্ষ যেকোনো মুহূর্তে গৃহযুদ্ধের রূপ নিতে পারে।

বৃহস্পতিবার রাজধানী সানা’তে সরকারী বাহিনীর সাথে আদিবাসী যোদ্ধাদের সংঘর্ষে এ পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষ মারা গেছে।

শহরের বেশিরভাগ বাসিন্দারা এর মধ্যেই ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছে। অন্যান্য যারাও আছে তারাও প্রয়োজনীয় রসদের অভাবে মানবেতর জীবন যাপন করছে।

ওদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহকে ক্ষমতা থেকে সরে যেতে বললেন জি-৮ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরো বলেন, ইয়েমেনে রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে যে অবস্থার সৃষ্টি হয়েছে এবং যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে তার জন্যে সরাসরি প্রেসিডেন্ট সালেহ দায়ী। উপসাগরীয় সহায়তা পরিষদ(জিসিসি) এর প্রস্তাব প্রত্যাখান করা তার উচিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।