ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একটি ঘাঁটিতে হামলায় অন্তত দুই বিদেশি সৈন্য নিহত হয়েছে। তবে, ওই দুই ন্যাটো সৈন্য কোন দেশের নাগরিক, সে বিষয়ে তৎক্ষণাৎ কিছু নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২৬ আগস্ট) সকালে হেলমান্দের ওই সামরিক ঘাঁটিতে আফগান সেনাবাহিনীর পোশাক পরিহিত দুই ব্যক্তি এ হামলা চালায়। হামলায় ন্যাটোর আরও বেশ ক’জন সৈন্য আহতও হয়েছেন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সেনাবাহিনীর পোশাক পরিহিত দুই ব্যক্তি ঘাঁটিতে ঢুকে বিদেশি সৈন্যদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই দুই ন্যাটো সৈন্য নিহত হন। জবাবে পাল্টা গুলি ছোঁড়ে বিদেশি সৈন্যরাও। এতে দুই হামলাকারীও নিহত হয়।
২০০৭ সাল থেকে পশ্চিমা সৈন্যরা আফগান সেনাবাহিনীর পোশাক পরিহিত হামলারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
বুধবারের এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি গোষ্ঠী বা পক্ষ।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এইচএ/