ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

দ.সুদানে গৃহযুদ্ধ

ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করলেন সালভা কির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, আগস্ট ২৭, ২০১৫
ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করলেন সালভা কির দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির

ঢাকা: শান্তিচুক্তি নিয়ে বিদ্রোহীদের সঙ্গে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের টানাপড়েনের অবসান ঘটেছে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানী জুবায় আফ্রিকার আঞ্চলিক নেতাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন তিনি।

এতে উপস্থিত ছিলেন কেনিয়া ও উগান্ডার প্রেসিডেন্ট এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী।

এর আগে গত সপ্তাহে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বিদ্রোহী নেতা রিক মাশার শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন। কিন্তু তখন ভাবনা-চিন্তার জন্য আরও সময় প্রয়োজন উল্লেখ করে চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানান সালভা কির। চুক্তি স্বাক্ষরের জন্য তিনি আরও অন্তত ১৫ দিন সময় চান।

এদিকে, চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সালভা কিরের টালবাহানার প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দক্ষিণ সুদানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করে যুক্তরাষ্ট্র।

ধারণা করা হচ্ছে, প্রস্তাবিত নিষেধাজ্ঞার খড়গ থেকে বাঁচতেই শান্তিচুক্তিতে স্বাক্ষর করলেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট।

এই শান্তিচুক্তির ফলে ২০১৩ সালের ডিসেম্বর থেকে দেশটিতে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান হবে বলে আশা করছেন আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতারা।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।