ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে উপজাতি যোদ্ধাদের ওপর বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, মে ২৭, ২০১১
ইয়েমেনে উপজাতি যোদ্ধাদের ওপর বিমান হামলা

সানা: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের সরকার এবার উপজাতি যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে। শুক্রবার নাহাম প্রদেশে উপজাতি অধ্যুষিত অঞ্চলে ভয়াবহ হামলা চালানো হয়েছে বলে স্থানীয় উপজাতি নেতারা জানিয়েছেন।



উপজাতি লোকেরা বলছেন, প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর বিরোধীতা করায় সরকারি বাহিনী উপজাতি যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে। তবে হামলায় হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

এ হামলার পর সরকার সমর্থক এবং বিরোধীরা শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে।

ইয়েমেনে গত কয়েকদিন ধরে সরকারি ও উপজাতি বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সংঘর্ষে ৮০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। হাশিদ উপজাতি সংঘের নেতা শেখ সাদিক আল আহমাদের অনুগতদের সঙ্গে সরকারের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।