ঢাকা: গ্রিসে আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ভাসসিলিকি থানাউ এর নাম ঘোষণা করা হয়েছে। থানাউ দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একজন বিচারক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। শুক্রবার (২৮ আগস্ট) তত্ত্বাবধায়ক সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।
চূড়ান্তভাবে কোয়ালিশন বা রাজনৈতিক জোট থেকে নেতা নির্বাচন করতে ব্যর্থ হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম ঘোষণা করেন।
গ্রিসের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী থানাউ বৃহস্পতিবার আরো পরের দিকে শপথ নেবেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
কেএইচ/