ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রাতকো ম্লাদিচের রক্ষাকারীদের ব্যাপারেও তদন্ত হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, মে ২৮, ২০১১
রাতকো ম্লাদিচের রক্ষাকারীদের ব্যাপারেও তদন্ত হবে

সার্বিয়া: সাবেক বসনিয়া-সার্ব সেনাপ্রধান রাতকো ম্লাদিচের ব্যাপারে আরো তদন্ত করা হবে। আর যারা ১৬ বছর ধরে তাকে আশ্রয় দিয়েছে তাদের ব্যাপারেও তদন্ত করে দেখা হবে জানিয়েছেন সার্বিয়ান প্রেসিডেন্ট বরিস তাদিচ।

যারা ম্লাদিচকে রক্ষা করে এসেছেন তাদের বিরুদ্ধেও মামলা করা হবে বলে প্রেসিডেন্ট তাদিচ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন।

ম্লাদিচকে যেন আন্তর্জাতিক অপরাধ আদালতে না পাঠিয়ে দেশেই বিচার করা হয়। এই মর্মে প্রেসিডেন্ট বরাবর ম্লাদিচের আইনজীবী আপিল করেন। কিন্তু বিচারপতি মাজা কবেসিভিচ বলেন, ‘ম্লাদিচ বেশ সুস্থ। আমরা তাকে হেগের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ’

আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, আগামী সোমবার ম্লাদিচকে হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়া হতে পারে।

১৯৯২-১৯৯৫ সালের সেব্রেনিসা শহরে গণহত্যার অভিযোগে ম্লাদিচকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।