সার্বিয়া: সাবেক বসনিয়া-সার্ব সেনাপ্রধান রাতকো ম্লাদিচের ব্যাপারে আরো তদন্ত করা হবে। আর যারা ১৬ বছর ধরে তাকে আশ্রয় দিয়েছে তাদের ব্যাপারেও তদন্ত করে দেখা হবে জানিয়েছেন সার্বিয়ান প্রেসিডেন্ট বরিস তাদিচ।
ম্লাদিচকে যেন আন্তর্জাতিক অপরাধ আদালতে না পাঠিয়ে দেশেই বিচার করা হয়। এই মর্মে প্রেসিডেন্ট বরাবর ম্লাদিচের আইনজীবী আপিল করেন। কিন্তু বিচারপতি মাজা কবেসিভিচ বলেন, ‘ম্লাদিচ বেশ সুস্থ। আমরা তাকে হেগের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ’
আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, আগামী সোমবার ম্লাদিচকে হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়া হতে পারে।
১৯৯২-১৯৯৫ সালের সেব্রেনিসা শহরে গণহত্যার অভিযোগে ম্লাদিচকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মে ২৮, ২০১১