ঢাকা: ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে ফের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) লিবীয় উপকূলের কাছে পৃথক দু’টি নৌকাডুবির ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত ২০১ জনকে জীবিত উদ্ধার করেছে লিবীয় কোস্টগার্ড।
প্রথম নৌকাটি ডুবে যায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের দিকে। এতে আরোহী ছিলেন প্রায় অর্ধশত। দ্বিতীয় নৌকাটিতে আরোহী ছিলেন চার শতাধিক।
উদ্ধার মরদেহগুলোকে ত্রিপলির জুয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ওই বাসিন্দা জানান, অভিবাসন প্রত্যাশীরা বাংলাদেশ, সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। তবে তাদের সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পাড়ি জমানোর সময় প্রায় আড়াই হাজার অভিবাসন প্রত্যাশী সাগরে ডুবে মারা গেছেন। এক লাখেরও বেশি ইতালিতে ও ১ লাখ ৬০ হাজারের মতো অভিবাসন প্রত্যাশী গ্রিস পাড়ি জমিয়েছেন।
এর আগে বুধবার (২৬ আগস্ট) লিবীয় উপকূলে অর্ধ শতাধিক মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আরএইচ/জেডএস
** ভূমধ্যসাগর থেকে অর্ধশত অভিবাসীর মৃতদেহ উদ্ধার