ঢাকা: চার বছর আগে ৮১ বছর বয়সী ফায়জুল হাসান কাদরির স্ত্রী মারা যান। এরপর থেকে স্ত্রীর প্রতি ভালোবাসার প্রতীক স্বরূপ কিছু একটা করতে চাচ্ছিলেন।
কিন্তু সম্রাট শাহজাহানের মতো বিরাট সাম্রাজ্য ও অর্থবৈভব না থাকলেও ভালোবাসার ঘাটতি ছিল না অবসরপ্রাপ্ত এই অফিস সহকারীর। সম্বল ছিল সারাজীবনের তিল তিল করে জমানো ১৭ লাখ রুপি। এটা নিয়েই স্ত্রী তাজামুল্লির কবরের পাশে ছোট তাজমহল (মিনি-মহল) নির্মাণে নেমে পড়েন।
হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে কাদরি বলেন, একখণ্ড জমি এবং স্ত্রীর সোনা গহনা বিক্রি করে যা অর্থ হয়েছে তা দিয়েই কাজ শুরু করি।
কিন্তু এরমধ্যে অর্থসঙ্কটে পড়েন তিনি। এগিয়ে আসেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এখন চলছে পুরাদমে নির্মাণ কাজ। অচিরেই ভালোবাসার নিদর্শন স্বরূপ মিনি-মহল নির্মাণ করে আরেকটি দৃষ্টান্ত গড়তে যাচ্ছেন কাদরি।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
কেএইচ