ঢাকা: সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা করার অভিযোগে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার তিন সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত।
সাজাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- মিশরের বাহের মোহামেদ, কানাডার মোহামেদ ফাহমি ও অস্ট্রেলিয়ার নাগরিক পিটার গ্রেস্ট।
এর মধ্যে মোহামেদ ফাহমিকে পরিত্যক্ত বুলেটের খাপ বহনের অভিযোগে বাড়তি ছয়মাসের জেল দেওয়া হয়।
শনিবার (২৯ আগস্ট) মিশরের রাজধানী কায়রোর একটি আদালত এ রায় ঘোষণা করে।
গত বছরের জুনে এই তিন সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগ গঠন করা হয়। মিশরের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে এই সাংবাদিকদের সম্পর্ক থাকার কথাও এ অভিযোগে উল্লেখ করা হয়।
কায়রোর ওই আদালতের বিচারক হাসান ফরিদ রায় ঘোষণার সময় বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই তিন সাংবাদিক একটি আবাসিক হোটেলকে সম্প্রচারকেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। তারা স্থানীয় সাংবাদিক সমিতিতেও অন্তর্ভুক্ত ছিলেন না।
এ রায়ে তাদের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ পরিবেশনের অভিযোগও করা হয়।
রায়ের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ায় অবস্থানকারী পিটার গ্রেস্ট এক টুইট বার্তায় বলেন- আমি বিস্মিত, ক্রুদ্ধ ও বিমর্ষ। আমাদের বিরুদ্ধে ঘোষিত এ রায় একটি ভুল সিদ্ধান্ত।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫/ আপডেট: ১৬২২ ঘণ্টা
এসইউ/আরআই