ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

করমর্দন, কোলাকুলি নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, মে ২৮, ২০১১
করমর্দন, কোলাকুলি নিষিদ্ধ!

লন্ডন: ব্রিটেনের একটি স্কুলে শিক্ষার্থীদের মধ্যে সব ধরনের সৌজন্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে। হাইফাইভ (উচ্ছ্বাসে হাতে হাত মেলানো), করমর্দন এমনকি কোলাকুলি করা পর্যন্ত নিষিদ্ধ করেছে স্কুলটি।

দক্ষিণ লন্ডনের কোয়েস্ট একাডেমি নামের এক স্কুলে এই কড়া নিষেধাজ্ঞা চালু হয়েছে।

এর কারণ হিসেবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্র-ছাত্রীরা পরস্পরের সঙ্গে গায়ে গা লাগিয়ে সৌজন্য বিনিময় করলে তারা মারামারি, ঝগড়াঝাটি ইত্যাদিতে জড়িয়ে পড়ে।

এরইমধ্যে মেয়ে বন্ধুর সঙ্গে কোলাকুলি করায় দায়না চং (১৫) নামের এক ছাত্রকে তার তাকে আটকে রেখেছে স্কুল কর্তৃপক্ষ।

চংয়ের মা আনিতা (৩৩) বলেন, ‘স্কুলের এই নীতি অত্যন্ত নিষ্ঠুর ও হাস্যকর। ’ তিনি আরও বলেন, ‘যদি বাচ্চারা তাদের স্কুলে একে অপরের সঙ্গে আলিঙ্গন না করে তাহলে তারা কোনোদিনই সামাজিকভাবে মানুষের সঙ্গে মিশতে পারবে না। ’

দায়না চং বলেন, ‘সকালবেলায় আমি কেবল আমার বন্ধুর সঙ্গে কোলাকুলি করেছিলাম এবং তারপর আমার আসনে বসেছিলাম। কিন্তু সেটা দেখে ম্যাডাম প্রচন্ড রেগে গেলেন। ’

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।