ইসলামাবাদ: পাকিস্তানের কাছে পাঁচজন শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আল কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড আইমান আল-জাওয়াহিরির নাম রয়েছে।
শনিবার লাদেনকে হত্যার পর এই প্রথম যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকার বরাবর সন্ত্রাসীদের তালিকা প্রদান করল।
তালিকায় আল-জওয়াহিরির পর পর্যায়ক্রমে ইলিয়াস কাশ্মিরী, আল কায়েদার নেতা মোল্লা ওমর, হাক্কানি নেটওয়ার্কের প্রধান কমান্ডার সিরাজউদ্দিন হাক্কানি এবং লিবিয়ার আল কায়েদার প্রধান আতিয়া আবদেল রহমানের নাম তালিকায় রয়েছে।
ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনের মুহূর্তে এ তালিকা দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের এক কূটনৈতিক সূত্র পাকিস্তানি দৈনিক ডনের কাছে এ তালিকা প্রকাশের খবর নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়; ১৫৩০ ঘন্টা, মে ২৮, ২০১১