ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় কারাগারে অগ্নিকাণ্ডে ১৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
ভেনিজুয়েলায় কারাগারে অগ্নিকাণ্ডে ১৭ জনের প্রাণহানি

ঢাকা: লাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৭ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এছাড়া আহত হয়েছেন আরো ১১ জন।

দেশটির চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ধারণক্ষমতার তিনগুণ কয়েদির ‘তচুইতো’ কারাগারের অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

২০০৮ সাল থেকে ভেনিজুয়েলার কারাগারগুলোতে কয়েদির সংখ্যা বাড়তে থাকে। অগ্নিকাণ্ডের শিকার কারাগারটির ধারণক্ষমতা ৯শ’ হলেও তিনগুণ কয়েদি ছিল বলে জানিয়েছে অলাভজনক প্রতিষ্ঠান ভেনিজুয়েলান প্রিজন অবজারভেটরি।

নিহতদের মধ্যে শিশুসহ কয়েদিদের সঙ্গে সাক্ষাত করতে আসা আত্মীয়-স্বজন রয়েছেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো কয়েদির প্রাণহানি হয়েছে কি-না সে বিষয়ে কিছু জানায়নি সংবাদমাধ্যম।

এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি জেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।