ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল-শাবাবের হামলায় অর্ধ শতাধিক উগান্ডা সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
আল-শাবাবের হামলায় অর্ধ শতাধিক উগান্ডা সেনা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) এক সেনা ঘাঁটিতে আল-শাবাব জঙ্গিদের হামলায় অর্ধ শতাধিক উগান্ডার সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে নিম্ন শাবেলে রাজ্যের ‘জানালে’ এলাকায় অবস্থিত ওই ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমে গাড়িবোমা হামলা চালায় জঙ্গিরা। এরপর বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু করে।

হামলার দায় স্বীকার করে আল-শাবাবের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছে, আমাদের সশস্ত্র যোদ্ধারা এইউ’র ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ হামলায় বেশিরভাগ উগান্ডার সেনারাই হতাহত হয়েছে।

তবে হামলার ব্যাপারে আফ্রিকান ইউনিয়ন বা সোমালিয়া সরকারের পক্ষ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।