ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উচ্চৈ:স্বরে কথা বলায় মার্কিন নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মে ২৮, ২০১১

ওরিয়ন, পোর্টল্যান্ড: ট্রেনের ভেতর একটানা ষোল ঘণ্টা উচ্চৈ:স্বরে কথা বলায় এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ক্যালিফোর্নিয়ার অকল্যান্ড থেকে পোর্টল্যান্ডের অরিয়ন যাওয়ার পথে ৩৯ বছর বয়সী ল্যাকিশা বিয়ার্ডকে সহযাত্রীরা বার বার আস্তে কথা বলতে অনুরোধ করেন।

কিন্তু তিনি বার বার তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন।

ট্রেনের স্টাফরাও বারবার ফোন ব্যাবহার বন্ধ করার জান্য বললেও তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পুলিশ ডাকেন।

ওরিয়নের সালেমের ঠিক বাইরে এক ক্রসিংয়ে ট্রেন থামিয়ে পুলিশ মিস ব্রিয়ার্ডকে ট্রেন থেকে নামিয়ে দেয়। পর তার বিরুদ্ধে ‘অসংলগ্ন আচরণের’ অভিযোগ আনা হয়েছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে মিস ব্রিয়ার্ড বলেন, এ ঘটনায় তিনি ‘অপমানিত’ বোধ করছেন।

ফোনে কথা বলার বিষয়টি তিনি স্বীকার করেন, কিন্তু ট্রেন থেকে কেন নামিয়ে দেয়ার কোনও কারণ দেখছেন না।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।