কায়রো: ফিলিস্তিনের গাজা সীমান্ত খুলে দিয়েছে মিশর। ফলে ফিলিস্তিনিরা এখন অবাধে সীমান্ত অতিক্রম করে মিশরে যাওয়ার সুযোগ পাচ্ছে।
নারী, শিশু এবং চল্লিশোর্ধ্ব পুরুষরা কোনো পাস ছাড়াই সীমান্ত পারাপার করতে পারবেন। তবে ১৮-৪০ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে পাস এবং ব্যবসায়ীক অনুমতিপত্রের দরকার হবে।
প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের তিনমাসের মাথায় মিশর ফিলিস্তিন সীমান্তের এই অবরোধ তুলে নিল।
ফিলিস্তিনের ২০০৭ সালে নির্বাচিত হামাস সরকারকে পশ্চিমারা ক্ষমতা ছাড়তে বাধ্য করে। পরে তারা প্রতিদ্বন্দ্বী ফাতাহর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর গাজা উপত্যকা দখল করে নেয়। এর পরই মিশর গাজার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দেয়।
বিবিসির জন ডনিসন গাজা থেকে জানান, সীমান্তের উপর থেকে এই অবরোধ শিথিলের বিষয়টি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে।
এদিকে ইসরায়েল মিশরের এ উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে। সীমান্তের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কড়া সমালোচনা করে তারা বলেছে, এর ফলে নিরাপত্তার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়বে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তি রাষ্ট্র গঠনের কথা বলেছেন। তার প্রস্তাব অবশ্য তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ২৮, ২০১১