ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে ২ রেডক্রসকর্মীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, সেপ্টেম্বর ২, ২০১৫
ইয়েমেনে ২ রেডক্রসকর্মীকে গুলি করে হত্যা

ঢাকা: ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রসের দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির আমরান প্রদেশে এ হত্যাকাণ্ড ঘটে।

রেডক্রসের মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সানায় দায়িত্বরত আদনান হিজাম নামে রেডক্রসের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, আমাদের দুই সহকর্মীকে তাদের গাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে রাজধানী সানায় ফেরার সময় তাদের ওপর এ হামলা চালানো হয়।

এ হামলা কারা চালিয়েছে সে বিষয়ে তৎক্ষণাৎ কিছু জানতে পারেনি সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।