সার্বিয়া: রাতকো ম্লাদিচ গ্রেপ্তারের প্রতিবাদে বেলগ্রেডে সে দেশের র্যাডিকাল পার্টি বিক্ষোভ র্যালি করেছে। শনিবার সন্ধ্যার পর থেকে সেদেশের পার্লামেন্টের সামনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
‘আমাদের প্রতিবাদ কর্মসূচী শন্তিপূর্ণ ভাবে চলছে। আমরা জনগণকে শান্তিপূর্ণভাবে র্যালিতে অংশগ্রহন করতে বলেছিলাম’ বলে জানান সার্বিয়ার র্যাডিকাল পার্টির এমপি জেরিকা রেদিতা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী ইভাক ডাচিস বলেন, ‘ পুলিশ বিক্ষোভকারীদের উপর কোনো প্রকার বল প্রয়োগ করবেনা। তবে জনগণের শান্তি যাতে বিঘ্নিত না হয় সেদিকে পুরো সময়ই খেয়াল রাখবে পুলিশ বাহিনী। ’
২০০৮ সালে সবনিয়া-সার্বিয়া নেতা রাদোভান কারাদিচ গ্রেপ্তার হবার পর ঠিক একই ধরণের একটি হয় র্যালি বেলগ্রেড শহরে। ওইসময় জাতিগত দাঙ্গা লাগানোর অভিযোগে কারাদিচকে গ্রেপ্তার করা হয়।
ম্লাদিচের নিদের্শে ১৯৯৫ সালে সেব্রেনিসা শহরে ৭৫০০ জন বসনাইন মুসলিম হত্যা করা হয়। তারপরও কিছু সার্বিয়ানের কাছে তিনি জাতীয় বীর।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘন্টা, মে ২৯, ২০১১