ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইবোলামুক্ত লাইবেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, সেপ্টেম্বর ৩, ২০১৫
ইবোলামুক্ত লাইবেরিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

৪২ দিন নিবীড় পর্যবেক্ষণের পর বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দেশটিকে এ ভাইরাসমুক্ত ঘোষণা করা হলো।



এই ৪২ দিনে নতুন করে কোনো ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে ঘোষণাটি দেওয়া হলো বলে এক বিবৃতিতে জানিয়েছে ডব্লিউএইচও।

এর আগে চলতি বছর মে মাসে একবার লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়। কিন্তু এর ছয় সপ্তাহের মাথায় দেশটিতে ফের এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।