ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে নৌকাডুবিতে ১৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
মালিতে নৌকাডুবিতে ১৯ জনের প্রাণহানি

ঢাকা: মালির মধ্যাঞ্চলের নদীতে বড় একটি ডিঙি নৌকা ডুবে অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে আরও চারজন।

তবে, বেঁচে গেছে আরও অন্তত ৭০ জন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির দ্বিতীয় বৃহৎ নদী নিগারের মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিগার নদী কেন্দ্রীয় শহর মোপতি থেকে ১৪০ কিলোমিটার দূরে বাঙ্গৌ শহরের ভেতর দিয়ে প্রবাহিত।

মোপতি শহরের প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। সংবাদমাধ্যম বলছে, আফ্রিকার দেশটিতে গত চার মাসের মধ্যে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা।

মোপতির বেসামরিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তা অউমার স্যাংকে সংবাদমাধ্যমকে বলেন, নিগারে ডিঙি নৌকাডুবিতে ১৯ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজদের অনুসন্ধান চলছে।

তিনি আরও বলেন, আমরা আসলে জানি না, কতোজন লোক নৌকায় ছিলেন। এ কারণে হতাহতের সংখ্যা সঠিকভাবে বলা যাচ্ছে না। তাছাড়া দুর্ঘটনার কারণও খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।