ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাবেক বিচারপতি হলেন গুয়েতেমালার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
সাবেক বিচারপতি হলেন গুয়েতেমালার প্রেসিডেন্ট ছবি: সংগৃহীত

ঢাকা: গুয়েতেমালায় অটো পেরেজের পদত্যাগের পর সাংবিধানিক আদালতের সাবেক বিচারপতি আলেজান্দ্রো মালদোনাদোকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছে দেশটির কংগ্রেস।

গুয়েতেমালার একজন বিচারক মিগুয়েল অ্যাঙ্গেল ব্যাপক দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) অটো পেরেজের বিরুদ্ধে আটকাদেশ দিলে তিনি পদত্যাগ করেন।



দেশটির অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানিয়েছে, ঘুষ নেওয়া ও প্রতারণার অভিযোগে পেরেজের বিরুদ্ধে এ আটকাদেশ দেন বিচারক।

৭৯ বছর বয়সী আলেজান্দ্রো চলতি বছর মে মাসে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান।

শপথ নেওয়ার পর আলেজান্দ্রো মালদোনাদো বলেছেন, নতুন সরকার দেশের মানুষের চাহিদার কথা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। এই সরকারের প্রশাসনে যেমন অভিজ্ঞ ব্যক্তি থাকবেন, একইভাবে তরুণ জনগোষ্ঠী ও সমাজসেবীরাও থাকবেন।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।