কান্দাহার: আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলায় ১২ শিশু ও দুইজন নারীসহ ৫২ জন নিহত হয়েছে। নিহতরা বেশিরভাগই বেসামরিক লোক।
নুরিস্তানের গভর্নর জানিয়েছেন, ন্যাটোর বিমান হামলায় রোববার ১৮ জন বেসামরিক ব্যক্তি এবং ২০ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে।
গভর্নর বলেন, তালেবান জঙ্গিরা পালিয়ে বেসামরিক আবাসিক এলাকায় ঢুকে পড়লে ন্যাটো বাহিনী ওই এলাকায় হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ন্যাটোর বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো ৬ জন।
প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, হেলমান্দের নওয়াজ জেলায় নিয়োজিত মার্কিন মেরিন ক্যাম্পে হামলা হলে বিমান বাহিনীর সাহায্য চাওয়া হয়। পরে ওই এলাকার দুটি বাড়ি লক্ষ্য করে হামলা চালালে ১৪ জন নিহত এবং ৬ জন আহত হন। নিহতদের মধ্যে ১২ শিশু এবং দুই জন নারী রয়েছে।
এ ঘটনায় আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর (ইসাফ) মুখপাত্র টিম জেমস বলেছেন, বহুজাতিক বাহিনী বিমান হামলায় বেসামরিক লোকের প্রাণহানির বিষয়ে সতর্ক রয়েছে। তবে এই অভিযোগের তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
২ মে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ায় এবং তালেবানরা সরকারি ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় ন্যাটো এখন প্রায় নিয়মিতই সেখানে জঙ্গিস্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ২৮, ২০১১