ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

অক্টোবরে দেখা হবে দুই কোরিয়ায় বিভক্ত পরিবারগুলোর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, সেপ্টেম্বর ৮, ২০১৫
অক্টোবরে দেখা হবে দুই কোরিয়ায় বিভক্ত পরিবারগুলোর ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯৫০-৫৩ সালে কোরিয়া যুদ্ধের সময় বিভক্ত হয়ে পড়েন তারা। যুদ্ধ শেষ হলেও দেখা মেলেনি সীমানার কারণে দূরে চলে যাওয়া স্বজনদের।

সীমানায় বিভক্ত এসব পরিবারগুলোকে সাময়িকের জন্য হলেও মেলানোর উদ্যোগ নিয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) এ ব্যাপারে একমত হন দুই কোরিয়ার রেডক্রস প্রতিনিধিরা। সোমবার (০৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল থেকে সীমান্তবর্তী যুদ্ধবিরতি গ্রাম বলে পরিচিত পানমুনজমে এক বৈঠকে বসেন তারা। সারাদিন ও সারারাত আলোচনা চলার পরই বিষয়টিতে একটি সিদ্ধান্তে আসতে পারলো দুই কোরিয়া।

চলতি বছর ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর উত্তর কোরিয়ার মাউন্ট কুমগং রিসর্টে এ পুনর্মিলনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়। পাঁচ বছরের মধ্যে এটি দ্বিতীয় পুনর্মিলনি হতে যাচ্ছে।

আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহব্যাপী এ আয়োজনে দুই কোরিয়া থেকে যথাক্রমে একশ জন করে নির্বাচন করা হবে।

দক্ষিণ কোরিয়ার রেডক্রস কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির প্রায় ৬৬ হাজার অধিবাসী, যাদের বেশিরভাগেরই বয়স ৮০ বা ৯০ বছরের বেশি, উত্তর কোরিয়ায় থাকা স্বজনদের এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন। তবে প্রতি পুনর্মিলনিতে খুবই অল্প সংখ্যক মানুষকে নির্বাচন করায় অনেকেরই স্বজনকে শেষবারের মতো দেখার আশা ফিকে হয়ে আসছে দিনে দিনে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।