ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্মঘট ডেকেছেন জার্মান লুফথানসা এয়ারলাইনের পাইলটরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
ধর্মঘট ডেকেছেন জার্মান লুফথানসা এয়ারলাইনের পাইলটরা ছবি: সংগৃহীত

ঢাকা: অবসরে যাওয়ার বয়সসীমা ও অবসর ভাতা ইস্যুতে ইউরোপের সবচেয়ে বড় এয়ারলাইন জার্মানির লুফথানসা’র পাইলটরা চলতি সপ্তাহে দুই দিনের ধর্মঘট ডেকেছেন। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে বুধবার (০৯ সেপ্টেম্বর) পর্যন্ত।



ধর্মঘটের কারণে মঙ্গলবার জার্মানির দেড় হাজার ফ্লাইটের মধ্যে ৮৪টি বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে বেশরভাগই দীর্ঘ রুটের ফ্লাইট।

গত ১৮ মাসের মধ্যে এ নিয়ে ১৩ বার ধর্মঘট ডাকলো লুফথানসা’র পাইলটরা। ২০১৪ সালের এপ্রিল মাস থেকেই চাপের মধ্যে রয়েছে এয়ারলাইনটি। সেসময় পাইলটদের অবসরে যাওয়ার বয়সসীমা ও অবসর ভাতার ব্যাপারটি নতুন করে ঢেলে সাজানো হয়।

নতুন নিয়ম অনুযায়ী, লুফথানসার একজন পাইলট ৫৫ বছর বয়সে অবসরে যেতে পারবেন এবং বিধিবদ্ধ অবসর বয়সসীমা ৬৫ বছর হওয়া পর্যন্ত অবসরে যাওয়া পাইলটরা মূল বেতনের ৬০ শতাংশ পর্যন্ত পাবেন। কিন্তু লুফথানসার পাইলটরা প্রথম থেকেই এ নিয়ম প্রত্যাখ্যান করে আসছেন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।