ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুর্দিপন্থি দলের কার্যালয়ে তুর্কি জাতীয়তাবাদীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
কুর্দিপন্থি দলের কার্যালয়ে তুর্কি জাতীয়তাবাদীদের হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কে কুর্দিপন্থি দল পিপল’স ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে জাতীয়তাবাদী একদল উত্তেজিত জনতা।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।



প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী আঙ্কারায় জাতীয়তাবাদীদের আয়োজনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এইচডিপি’র কার্যালয় পর্যন্ত যাওয়ার পর সেখানে উত্তেজিত জনতা হামলা চালায়।

এক টুইট বার্তায় এইচডিপি জানিয়েছে, আমাদের কার্যালয়ে হামলা হয়েছে। কিন্তু পুলিশ তার দায়িত্ব পালন করছে না।

জাতীয়তাবাদীদের অভিযোগ, এইচডিপি আসলে পিকেকে’রই রাজনৈতিক শাখা। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির হামলায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে এইচডিপি।

এদিকে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আলানিয়ায়ও এইচডিপি’র কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। উত্তেজিত জনতা সেখানে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জাতীয় পতাকা হাতে প্রায় দুই হাজার মানুষ কার্যালয় পর্যন্ত মিছিল করে। পরে সেখানে অগ্নিসংযোগ করা হয়।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরএইচ

** তুরস্কে পিকেকে’র বোমা হামলায় ১০ পুলিশ নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।