ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে অনাহারে মৃত্যুঝুঁকিতে লক্ষাধিক শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ইয়েমেনে অনাহারে মৃত্যুঝুঁকিতে লক্ষাধিক শিশু ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনে অনাহারে লক্ষাধিক শিশু মৃত্যুঝুঁকিতে আছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, শুধুমাত্র বন্দরনগরী আল-হোদেইদাতেই ৯৬ হাজার শিশু অনাহারে রয়েছে।



এছাড়া দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী আদেনে আগামী বছর নাগাদ মারাত্মক অপুষ্টিজনিত সমস্যায় পড়বে অন্তত ৮ হাজার শিশু।

ইউনিসেফ জানিয়েছে, ইয়েমেনজুড়ে প্রায় বিশ লাখ শিশু খাদ্য বা পানির সমস্যায় ভুগছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।