ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি বিমান হামলা, ৭ ভারতীয় নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ইয়েমেনে সৌদি বিমান হামলা, ৭ ভারতীয় নিখোঁজ ছবি : সংগৃহীত

ঢাকা: ইয়েমেনের লোহিত সাগর নিকটবর্তী শহর হুদেইদায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী। এ ঘটনায় সাত ভারতীয় নিখোঁজ রয়েছেন।

তবে উদ্ধার করা হয়েছে ১৩ ভারতীয়কে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিয়া সম্প্রদায়পন্থি হুথি বিদ্রোহী দমনে এ হামলা চালায় আরব জোট। হামলায় নিখোঁজ ও উদ্ধারের খবর জানা গেলেও কারও প্রাণহানির খবর তৎক্ষণাৎ নিশ্চিত হওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আরব জোটের বিমান বাহিনীর গোলা হুদেইদার দু’টি নৌকায় নিক্ষিপ্ত হলে তাতে থাকা ২০ ভারতীয় নিহত হয়েছেন বলে খবর ছড়ায়। তবে, বুধবার (৯ সেপ্টেম্বর) ওই খবর উড়িয়ে দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ সাংবাদিকদের জানান, এখনও কোনো ভারতীয় নাগরিকের প্রাণহানির খবর তারা পাননি। তবে, হামলার পর ওই দু’টি নৌকা থেকে ১৩ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। অবশ্য, তাতে থাকা বাকি সাতজন এখনও নিখোঁজ। এদের কারোরই বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিকাশ বলেন, সংঘাতের মুখে গত এপ্রিলেই ইয়েমেনে ভারতীয় দূতাবাস বন্ধ হয়ে যায়। ফলে, ইয়েমেনের ভারতীয় দূতাবাস থেকে কোনো খবর তৎক্ষণাৎ আসা সম্ভব ছিল না। এখন আমরা নিশ্চিত হয়েছি, ১৩ ভারতীয় উদ্ধার হয়েছেন, তবে তাদের সঙ্গে থাকা বাকি সাতজন নিখোঁজ রয়েছেন। এরা সবাই হুদেইদায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।