সানা: ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর গুলিতে দক্ষিণাঞ্চলীয় শহর তায়েজে সোমবার কমপক্ষে ২০ বিক্ষোভকারী নিহত হয়েছে। চিকিৎসক এবং সংগঠকরা এ তথ্য জানিয়েছেন।
খবর পাওয়া গেছে, সেনাবাহিনী চার মাস ধরে যে ওই শহরে অবস্থান করছিল তারা তার অবসান ঘটাতে চায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবাহিনীর সদস্যরা আল কায়েদা জঙ্গি সন্দেহে দক্ষিণাঞ্চলীয় শহর জাঞ্জিবারে বোমা হামলা চালিয়েছে। এই শহরটি আল কায়েদা জঙ্গিরা দখল করে নিয়েছে।
একমাস ধরে চলা বিক্ষোভ এবং উপজাতীয় নেতাদের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ক্ষমা থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
তায়েজ ইয়েমেনের সেই শহর যেখানে বিক্ষোভকারীরা তিউনিসিয়া এবং মিশরের জনপ্রিয় বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়ে সরকার বিরোধী বিক্ষোভে সামাল হয়।
শহরের একজন ডাক্তার আবদুলকাদির আল-জুনায়েদ বিসিসিকে জানান. নিরাপত্তা বাহিনী ফ্রিডম স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সব চিহ্ন মুছে দিতে চায়।
তারা বিক্ষোভকারীদের আক্রমণ করে, গুলি চালিয়ে এবং তাবুতে আগুন ধরিয়ে দিয়ে তাদের উচ্ছেদ করতে চায়।
বাংলাদেশ সময়: ১৭০৫ঘণ্টা,মে ৩০, ২০১১