ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোরালেসকে নির্বাচনে রাখতে সংবিধান সংশোধন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
মোরালেসকে নির্বাচনে রাখতে সংবিধান সংশোধন ছবি : সংগৃহীত

ঢাকা: বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে সংবিধান সংশোধন করা হয়েছে।

সংবিধানে দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার নিয়ম থাকায় দেশটির কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন করে মোরালেসকে পুনঃনির্বাচিত হওয়ার ক্ষেত্র তৈরি করলো।



মূলত এর মাধ্যমে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার সুযোগ তৈরি হলো দক্ষিণ আমেরিকার তুমুল জনপ্রিয় এ বামপন্থি রাজনীতিকের।

২০০৫ সাল থেকে টানা ক্ষমতায় রয়েছেন দেশটির মূল জনগোষ্ঠী আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা এই নেতা।

এদিকে, সংবিধান সংশোধনীর ওপর আগামী ফ্রেব্রুয়ারিতে গণভোটের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণে তিনি বলেন, তার মেয়াদ বৃদ্ধির বিষয়টিতে তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিনি বলেন, এটা মানুষের ইচ্ছা, কংগ্রেসেরও। আমি চিরকাল ক্ষমতায় থাকার চেষ্টা করছি না। তবে কিছু লোক বলে, চিরকালের কথা।

ইভো মোরালেস বলেন, তিনি ২০২৫ সালের মধ্যে ১৩ দফাভিত্তিক তার সরকারের দেশপ্রেমমূলক কর্মসূচি সম্পন্ন করতে চান।

এসবের মধ্যে রয়েছে চরম দারিদ্র দূরীকরণ, সবার জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিতকরণ, দেশে স্বাধীন আর্থিক ব্যবস্থা বিনির্মাণ, খাদ্য উৎপাদনে জাতীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও জাতীয় সম্পদ কাজে লাগানো।

অপরেদিকে, কংগ্রেসে গণতন্ত্রের জন্য ধ্বংসাত্মক এ সংবিধান সংশোধনের বিরোধীতা করেছে দেশটির বিরোধী দলের সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।