ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলাকারীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
দ. কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলাকারীর কারাদণ্ড

ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্টকে (৪২)  ছুরিকাঘাতে হত্যার চেষ্টার দায়ে হামলাকারীকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।



গত মার্চ মাসে মার্কিন রাষ্ট্রদূত লিপার্ট এক অনুষ্ঠানে অংশ নিলে কিম কি জং (৫৫) নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে।

জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন ও বিদেশি রাষ্ট্রদূতকে আক্রমণের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তবে এ মামলার প্রসিকিউটর, হামলাকারী কিমের ১৫ বছর কারাদণ্ড দাবি করেছিলেন।

ওই হামলার শিকার হলে লিপার্টের মুখে গভীর ক্ষতের কারণে ৮০টি সেলাই দিতে হয় এবং হাতের কবজিতে গুরুতর আঘাতের কারণে পাঁচদিন তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিলো।

হত্যার চেষ্টাকারী কিম বলেন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে ওই হামলা করা হয়েছিল।

মার্ক লিপার্ট ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। তারপর থেকেই তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ভূমিকা রেখে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়ে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।