ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিথ্রোতে ব্রিটিশ এয়ারওয়েজ প্লেনের ‘অবতরণ নাটক’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
হিথ্রোতে ব্রিটিশ এয়ারওয়েজ প্লেনের ‘অবতরণ নাটক’

ঢাকা: ‘যান্ত্রিক জটিলতায়’ ভুগলো ব্রিটিশ এয়ারওয়েজের আরও একটি যাত্রীবাহী উড়োজাহাজ। ওয়াশিংটন ডিসি বিমানবন্দর থেকে উড়ে আসা এ সংস্থার বিএ২৯২ ফ্লাইটটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ‘অগ্রাধিকারভিত্তিতে’ লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে।

স্বাভাবিক পন্থার পরিবর্তে ‘অগ্রাধিকারভিত্তিতে’ অবতরণের কারণ হিসেবে এয়ারওয়েজ কর্তৃপক্ষ কেবল ‘যান্ত্রিক ত্রুটি’র কথাই বলছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ‘অগ্রাধিকারভিত্তিতে’ উড়োজাহাজটি অবতরণ করলেও কোনো দুঃসংবাদ শুনতে হয়নি ব্রিটিশ এয়ারওয়েজকে। তবে, বিএ২৯২ ফ্লাইট অবতরণের সময় হিথ্রো বিমানবন্দরের রানওয়েতে অন্য উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণ স্থগিত রাখে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ৮ সেপ্টেম্বর বিকেলে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস বিমানবন্দরে এয়ারওয়েজটির আরেক ফ্লাইট ২২৭৬- এ অগ্নিকাণ্ডের পর এ ‘নাটক’র খবর এলো। উড্ডয়নের ‍আগে ফ্লাইট ২২৭৬- এর ইঞ্জিনে আগুন ধরার ওই ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১৪ যাত্রী আহত হন।

সংবাদমাধ্যম বলছে, শুক্রবার যে উড়োজাহাজটি ‘যান্ত্রিক ত্রুটি’তে পড়েছে, সেটি ৮ সেপ্টেম্বর দুর্ঘটনাকবলিত বোয়িং-৭৭৭ সিরিজেরই মডেলের।

এ বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষের তরফে দাবি করা হচ্ছে, কেবল যান্ত্রিক জটিলতা অনুভব করা গেছে। অগ্রাধিকারভিত্তিতে প্লেনটি অবতরণ করায় কোনো অপ্রীতিকর খবর পেতে হয়নি। তবে, তাদের বিশেষজ্ঞ দল উড়োজাহাজটি পরিদর্শন করছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।