লন্ডন: আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের কোথায় লুকিয়ে আছেন সে ব্যাপারে এক তালেবান নেতাই যুক্তরাষ্ট্রকে তথ্য সরবরাহ করেছিল। যুক্তরাজ্যের গণমাধমে এ খবর প্রকাশিত হয়েছে।
মার্কিন কমান্ডো বাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে ২মে লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে নিহত হন।
উঁচু প্রাচীর ঘেরা যে বাড়িতে লাদেন নিহত হন সেই বাড়ি থেকেই উদ্ধার করা গোপন তথ্যের ভিত্তিতেই মিরর. কো.ইউকে জানায় যে, লাদেনের ঘনিষ্ট বন্ধু তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল বারাদারই লাদেনের পাকিস্তানে থাকার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে জানায়।
এর বিনিময়ে লাদেন গ্রেপ্তার কিংবা নিহত হওযার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় বলে প্রকাশিত ওই খবরে বলা হয়।
এখনও পর্যন্ত বিশ্বাস করা হয় যে, লাদেনের এক বিশ্বস্ত বার্তাবাহক আবু আহমেদ আল-কুয়েতির ফোন কলের সূত্র ধরেই লাদেনের অবস্থানের বিষয়ে নিশ্চিত হয় যুক্তরাষ্ট্র।
বারাদার তালেবান নেতা মোল্লা ওমরেরও একজন ঘনিষ্ঠ মিত্র। বারাদার গতবছর করাচি সফরে এলে পাকিস্তান তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। গত অক্টোবরে তাকে মুক্তি দেয়া হয়।
পাকিস্তানের সেনা কর্মকর্তারাও জানান যে, লাদেন এবং তার কয়েকজন বন্ধুর সম্পর্কের মধ্যে চির ধরে ছিল।
বাংলাদেশ সময়: ২১৪০ঘণ্টা, মে ৩০, ২০১১