ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শরণার্থী ঠেকাতে সাময়িক বন্ধ জার্মান সীমান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
শরণার্থী ঠেকাতে সাময়িক বন্ধ জার্মান সীমান্ত ছবি: সংগৃহীত

ঢাকা: শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সাময়িক ভাবে সীমান্ত বন্ধ করে দিয়েছে জার্মানি। প্রতিবেশী দেশ অস্ট্রিয়া সীমান্তে অধিক নিয়ন্ত্রণ আরোপের পরে রোববার এ সিদ্ধান্ত নেয় দেশটি।



দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মাইজার সীমান্ত সাময়িক বন্ধের ঘোষণা দিয়ে বলেন, শরণার্থীরা নিজেরাই তাদের আশ্রয়দাতা দেশ নির্ধারণ করতে পারে না।

মাইজার বলেন, চলতি বছর সাড়ে চার লাখ শরণার্থী জার্মানিতে প্রবেশ করেছেন। আরো হাজারো আশ্রয়প্রার্থী জার্মান সীমান্তে ছুটে আসছেন। এতে শরণার্থীদের জায়গা দেবার ব্যাপারে আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশগুলো শরণার্থীদের ব্যাপারে যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সীমান্ত বন্ধ করার পাশাপাশি অস্ট্রিয়ার সঙ্গে পরবর্তী ১২ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে দেশটি। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকবে বলে জার্মান রেল কর্তৃপক্ষ জানায়।

এ ব্যাপারে জার্মান ভাইস চ্যান্সেলর সংবাদমাধ্যমকে জানান, শনিবার শুধু মিউনিখেই ১৩ হাজার শরণার্থী প্রবেশ করেছেন। নিশ্চয় আমাদের সামর্থ্যের একটা সীমা আছে। সব বিষয় ভেবেই সীমান্ত সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।