ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ভারতে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রাক চালানোর সময় চালক ঘুমিয়ে পড়লে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে ১৮ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার দিনগত রাতে অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দরাবাদের কাছে গুন্ডেপল্লী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।



এ ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা রবি প্রকাশ সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাক চালানোর সময় চালক গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ফলে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, ট্রাকটি সিমেন্ট এবং নির্মাণ সামগ্রীসহ শ্রমিক বহন করে হায়দরাবাদের কাছে নির্মাণাধীন স্থাপনায় যাচ্ছিল।

সংবাদমাধ্যম জানাচ্ছে, ভারতে ট্রাক দুর্ঘটনা অহরহই ঘটে থাকে।  

এদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ভারতেই বাৎসরিক হিসাবে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

পুলিশ জানিয়েছে, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ভারতে গড়পড়তা এক লাখ ১০ হাজার মানুষ নিহত হন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।