ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল আকসায় ফের ফিলিস্তিনি-ইসরায়েলি পুলিশ সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আল আকসায় ফের ফিলিস্তিনি-ইসরায়েলি পুলিশ সংঘর্ষ ছবি: সংগৃহীত

ঢাকা: জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ঢুকে ফিলিস্তিনি প্রতিবাদকারীদের উপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার জেরে দ্বিতীয় দিনের মতো গড়িয়েছে ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ।

এ ঘটনায় সোমবার (১৪ সেপ্টেম্বর) ইসরায়েলি পুলিশ বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে।



ইসরায়েলি পুলিশের দাবি, পরিদর্শনকালে প্রতিবাদকারীরা ইহুদি ও পর্যটকদের হয়রানি করছেন কি না, এটি দেখতেই তারা মসজিদ প্রাঙ্গণে ঢুকেছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন যুবক তাদের উপর পাথর নিক্ষেপ করেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) মসজিদ প্রাঙ্গণে ঢুকে ফিলিস্তিনি প্রতিবাদকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের উপর পাথর নিক্ষেপ করে আল আকসায় অবস্থান নেয়া প্রতিবাদকারীরা।

এর আগে, গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালান আল আকসা চত্বরে দু’টি ফিলিস্তিনি সংগঠনের কর্মীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ‍ফিলিস্তিনে।

মুসলমানদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থাপনা আল আকসার পীঠস্থান পূর্ব জেরুজালেম ১৯৬৭ সালে ইসরায়েল দখল করে নেয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।