ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী আদালতের রায়: মোশারররফ আত্মস্বীকৃত খুনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, মে ৩১, ২০১১
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী আদালতের রায়: মোশারররফ আত্মস্বীকৃত খুনি

রাওয়ালপিন্ডি:  পাকিস্তানের রাওয়াপালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত সোমবার বেনজির ভূট্টো হত্যামামলায় সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফকে আত্মস্বীকৃত খুনি হিসেবে ঘোষণা করেছে।
 
একই সঙ্গে সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক রানা নিসার পাকিস্তানের তিনটি প্রথম শ্রেণীর পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে পারভেজ মোশাররফকে আত্মস্বীকৃত খুনি হিসেবে ঘোষণা সম্বলিত জিজ্ঞাপন প্রকাশ করারও আদেশও দেন।

মামলার পরবর্তী শুনানি আগামী ১১ জুন।

বিচার প্রক্রিয়া চলাকালে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফআইএ) চৌধুরী আজহার এবং চৌধুরী জুলফিকার পারভেজ মোশাররফের বিরুদ্ধে আটকাদেশের রিপোর্ট আদালতের সামনে পেশ করেন।

চার পাতার ওই রায়ে বিচারক জানান, পাকিস্তান সরকার আদালতের রায় বাস্তবায়নের চেষ্টা করছে কিন্তু যুক্তরাজ্যের সঙ্গে অপরাধী প্রত্যার্পন চুক্তি না থাকায় তাকে দেশে আনা যাচ্ছে না। আর যুক্তরাজ্যও মোশাররফকে পাকিস্তানে ফেরত পাঠানোর বিষয়ে অনীহা দেখাচ্ছে।

বিচারক বলেন, মোশারররফ ইচ্ছাকৃতভাবে আদালতের আটকাদেশ এড়িয়ে চলছেন। সম্প্রতি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি তা স্বীকারও করেছেন।

ওই সাক্ষাৎকারে মোশারররফ বলেন, ‘আমি পাকিস্তানের বিচার ব্যবস্থা সম্বন্ধে জানি। আমি পাকিস্তানে গিয়ে আদালতের কাছে আত্মসমর্পন করব না। ’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়াল পিন্ডিতে বোমা বিস্ফোরণ ও গুলিতে নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মে ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।