ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন ড্রোন হামলায় ইলিয়াস কাশ্মিরী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুন ৪, ২০১১
মার্কিন ড্রোন হামলায় ইলিয়াস কাশ্মিরী নিহত

ওয়াজিরিস্তান: যুক্তরাষ্ট্র পরিচালিত চালক বিহীন বিমান হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের জঙ্গি নেতা ইলিয়াস কাশ্মিরী। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্থানে শুক্রবার দিবাগত রাতে এই বিমান হামলায় তিনিসহ নিহত হয়েছেন মোট নয় জন।



ইলিয়াস কাশ্মিরী জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর নেতা। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারতের মুম্বাই হামলার অন্যতম হোতা বলে তাকে সন্দেহ করা হয়। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্ডেট তালিকায় তার নাম রয়েছে।
 
শুক্রবার রাতভর লামান গ্রামের ওপর বিমান হামলায় নয় জন লোক মারা গেছে। এর মধ্যে ইলিয়াস কাশ্মিরীও রয়েছেন বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে দক্ষিণ ওয়াজিরিস্তানের স্থানীয় আদিবাসীরা।

ইলিয়াস কাশ্মিরী এবং তার লোকেরা মাত্র কয়েকদিন আগেই এই গ্রামে এসেছেন বলে জানায় স্থানীয়রা।

পেশোয়ারে একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে চালক বিহীন বিমান হামলার ঘটনা স্বীকার করলেও কাশ্মিরীর নিহত হওয়ার খবর নিশ্চিত করেননি।

অপর এক কর্মকর্তা জানান, নিহত জঙ্গিরা সবাই পাঞ্জাবি তালেবান।

এখন পর্যন্ত সরকারিভাবে কাশ্মিরীর মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়নি।

তবে খবরে প্রকাশ, কাশ্মিরী তার লোকজন নিয়ে ১০ দিন আগে খাইবার উপজাতি এলাকা থেকে ওয়ানায় আসেন। এর পর তিনি লামান গ্রামে যান। আর গত রাতে সেখানেই বিমান হামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ০৪ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।