ইসলামাবাদ: পাকিস্তানে খুন হয়েছেন একজন অনুসন্ধানী সাংবাদিক। ধারণা করা হচ্ছে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
সাঈদ সালেম শাহজাদ নামের এই সাংবাদিক আল কায়েদার সঙ্গে পাকিস্তানের সেনা সম্পৃক্ততা অনুসন্ধানের কাজ করে আসছিলেন দীর্ঘদিন ধরে।
গত মঙ্গলবার তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহে নির্যাতনের দাগ পাওয়া গেছে বলে জানায় দেশটির পুলিশ বাহিনী।
আইএসআই তাকে হুমকি দিয়ে আসছে এবং যেকোনো সময় তাকে মেরে ফেলা হতে পারে বলে কিছুদিন আগে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিই) পাকিস্তানি প্রতিনিধি আলী দেওয়ানের কাছে সালেম শাহাজাদ জানান।
হিউম্যান রাইটস ওয়াচের পাকিস্তান প্রতিনিধি আলী দেওয়ান হাসান জানান, “শাহজাদকে আইএসআই ফোনে হুমকি দিচ্ছে এবং তাকে সারাক্ষণ অনুসরণ করা হচ্ছে বলেও শাহজাদ আমাকে জানায়। ”
তবে তিনি বলেন, “আমরা নিশ্চিত করে বলতে পারছি না কে বা কারা শাহজাদকে হত্যা করেছে। কিন্তু আমরা এটা বলতে পারি শাহজাদ দিনে দিনে আইএসআইয়ের জন্য সাংঘাতিক হুমকি হয়ে গেছিলেন। ”
শাহজাদ ছিলেন এশিয়া টাইমস অনলাইন এবং ইতালির সংবাদ এন্ড্রাকনস ইন্টারন্যাশনালের সংবাদদাতা।
২০১০ সালে পাকিস্তানকে সাংবাদিকতার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল। সাংবাদিক সালেম শাহজাদ হত্যার পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেল।
এদিকে, একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে আইএসআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, “আইএসআইয়ের হাতে সালেম শাহাজাদ হত্যার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্ভট। ’
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘন্টা, জুন ০১, ২০১১