ঢাকা: ভারতে মোট পাইলটের ১২ শতাংশই নারী। তবে মজার ব্যাপার হলো সারাবিশ্বে এ সংখ্যা মাত্র ৩ শতাংশ।
সম্প্রতি পাওয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সারাবিশ্বে মোট প্লেন চালক রয়েছেন ১ লাখ ৩০ হাজারের মতো। এর মধ্যে নারী পাইলট মাত্র ৪ হাজার। অর্থাৎ, গড়ে ৩ শতাংশ।
এদিকে ভারতবর্ষে মোট ৫ হাজার পাইলট রয়েছেন যাদের মধ্যে ৬শ’ জন নারী। যার গড় ১২ শতাংশ।
ভারতীয় নারী পাইলট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হরপ্রীত সিং দে বলেন, এ বিষয়ে ভারত সারা পৃথিবীকে টেক্কা দিয়েছে। ভারত সম্পর্কে ধারণাই বদলে দিচ্ছে সংখ্যাটি।
তিনি মনে করেন নারী-পুরুষের সমতার দিক দিয়ে ভারত উন্নতি করছে, এটি যার প্রমাণ। এ বিষয়টি অন্য দেশগুলোকেও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হরপ্রীত সিং দে ভারতের প্রথম নারী পাইলট। তিনি ১৯৯৮ সালে প্রথম উড়োজাহাজ চালিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আইএ