হেগ: বসনিয়ার সাবেক সার্ব মিলিটারি কমান্ডার রাতকো ম্লাদিচকে মঙ্গলবার বিচারের জন্য নেদারল্যান্ডের আন্তর্জাতিক অপরাধ আদালতে নেয়া হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে।
সেব্রেনিৎসা গণহত্যার মূল হোতা এই সার্ব কমান্ডার ১৬ বছর পালিয়ে ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইটে বলা হয়, ম্লাদিচকে বিচারকরা শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।
১৯৯২-৯৫ সালে বসনিয়া যুদ্ধের সময় ম্লাদিচের বিরুদ্ধে সার্বিয়া সীমান্তে সেব্রেনিৎসা শহরে ৮ হাজার মুসলিম বালক ও পুরুষকে হত্যার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা জুন ০১, ২০১১