নয়াদিল্লি: দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ২০১৪ সালে অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব নিজেরা নেওয়ার আগে প্রতিরক্ষার ব্যাপারে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে বুধবার ভারতের সঙ্গে আলোচনা শুরু করেছে আফগানিস্তান।
প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহীম ওয়ারদাক বুধবার ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলার আগে সাংবাদিকদের জানান, ভারতের পক্ষ থেকে কোনো সাহায্য-সহযোগিতা আসলে তার দেশ স্বাগত জানাবে।
এদিকে, ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং প্রচেষ্টা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
বৈঠক শুরুর আগে ওয়াদাক এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী একে অ্যানটনি আঞ্চলিক নিরাপত্তা এবং পাকিস্তান থেকে সৃষ্ট সন্ত্রাসী হুমকির ব্যাপারে উভয়ে তাদের উদ্বেগের কথা জানান।
ভারত এবং আফগানিস্তান উভয় দেশই পাকিস্তানকে মোটেও বিশ্বাস করে না। দিল্লির অভিযোগ ইসলামাবাদ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও অর্থ দিয়ে সহায়তা করে যারা আবার ভারতে হামলা চালায়।
গত দশক থেকে উন্নয়ন এবং পুনর্গঠনে ভারত আফগানিস্তানের সবচেয়ে বড় সহযোগী হিসেবে কাজ করছে। ইতোমধ্যে ভারত আফগানিস্তানে সড়ক, হাসপাতাল, স্কুল এবং বিদ্যুত গ্রিড তৈরিতে এক হাজার ৫০০ বিলিয়ন ডলার খরচ করেছে। আফগানিস্তানে পুলিশ বাহিনী, বিচার ব্যবস্থা এবং কূটনৈতিক প্রতিষ্ঠান পুনর্গঠনেও সহায়তা করছে ভারত।
গত মাসের প্রথম দিকে ভারতের প্রধানমন্ত্রী কাবুল সফরে গিয়ে উন্নয়ন খাতে আরো ৫ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
২০১৪ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে গেলে যুদ্ধ বিধ্বস্ত দেশটি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার নিজেদের হাতে তুলে নেবে। আগামী জুলাই থেকে দেশটি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ০১, ২০১১